‘তত্ত্বমসি’ পত্রিকা পড়বেন কেন?

  • ‘তত্ত্বমসি’ পাঠক-পাঠিকাদের ভারতের চিরন্তন অধ্যাত্ম জ্ঞান সম্পদকে নিয়মিত পরিবেশন করে।
  • ‘তত্ত্বমসি’ রামকৃষ্ণ-সারদা-বিবেকানন্দ ভাবসম্পদকে সাবলীল ভাষায় জনমনে পৌঁছে দেয়।
  • ‘তত্ত্বমসি’ ভারত সহ সারা বিশ্বের মহামানব তথা বৈজ্ঞানিক, সাহিত্যিক, চিকিৎসক, রাজনৈতিক নেতানেত্রী, সমাজ সংস্কারক সহ সকলের জীবন ও বাণী যথাযথ তুলে ধরে।
  • ‘তত্ত্বমসি’ স্বাস্থ্য বিভাগের মধ্য দিয়ে নিয়মিত স্বাস্থ্য পরিষেবাকে গুরুত্ব দেয়।
  • ‘তত্ত্বমসি’ নিজ মূল্যবোধে স্থিত থেকে ‘জীবনে সাফল্য লাভের ঊপায়’ সন্বন্ধে নানা তথ্য ও তত্ত্ব পরিবেশন করে।
  • ‘তত্ত্বমসি’ শিক্ষা, সমাজ, সংষ্কৃতি, স্বাধীনতা সংগ্রাম, ইতিহাস, বিজ্ঞান, যোগাসন, ভ্রমণ কাহিনী, খেলার জগৎ, রম্য রচনা, ছোটগল্প, পশুপাখির কথা, শাকসব্জি, ফলমূল সহ সব বিষয়ে যথাযথ আলোচনা সারা বছর ধরে করে চলেছে।
  • ‘তত্ত্বমসি’ বিশ্ব-ব্রহ্মাণ্ডের অজানা খবর, বিচিত্র সংবাদ, জ্ঞান-বিচিত্রার মধ্যে মানুষের চিন্তনকে সমৃদ্ধ করে।
  • ‘তত্ত্বমসি’ বিশ্বক্যুইজ, নীতি চিরন্তন, গিনেজ বুক অফ ওয়ার্ল্ড, নোবেল পুরস্কার সহ নানা বিষয়ে নিজেকে বিস্তার করে অসীম দিগন্তকে ছুঁয়েছে।
  • ‘তত্ত্বমসি’ কবিতা ও ছড়ামালার মধ্যে দিয়ে নিত্য-নতুন কবি প্রতিভার দিগন্তকে উন্মোচিত করছে। কবির সংখ্যা বৃদ্ধি পাচ্ছে।
  • ‘তত্ত্বমসি’ দেশপ্রেমের বশবর্তী হয়ে দেশ ও জাতির কল্যাণে নানা সমস্যা তুলে ধরে আলোচনায় ব্রতী হয়েছে।
  • এছাড়া আরো অনেক কিছুই আছে যা অন্য পত্রিকায় নেই.....

সত্যি ‘তত্ত্বমসির’ একই অঙ্গে কত কত রূপ! যা পাঠক-পাঠিকাদের মনকে বিস্ময়ে ভরিয়ে দেয় এবং জীবনের এগিয়ে যাওয়ার নিরন্তন প্রেরণা জোগায়। তাই এই পত্রিকা সঙ্গে রাখুন এবং চরৈবেতি মন্ত্রে জীবনকে পূর্ণতায় ভরিয়ে দিন।

চরৈবেতি চরৈবেতি – সবার প্রিয় তত্ত্বমসি।

সৌজন্যঃ পত্রিকা বিভাগ